রাজধানীর রামপুরায় টিভি সেন্টার রোড এলাকায় দেয়ালচাপায় মো. জিসান (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মৃত জিসান মাদারীপুরের কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের মিরাজ হোসেনের ছেলে। রামপুরার ওই এলাকায় একটি টিনশেড বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত ওই শিশুটি। জিসানে বাবা স্থানীয় একটি কারখানার শ্রমিক। আর মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জিসান ছিল বড়।
নিহত জিসানের বাবা মিরাজ হোসেন বলেন, সকালে আমার ছেলে খেলা করছিল। হঠাৎ দেওয়াল ভেঙে তার ওপর পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলা উত্তর চরাইকান্দি গ্রামে। ঢাকার রামপুরার টিভি সেন্টার রোড কুঞ্জগড় এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh