ঢাকায় ট্রেন চলাচল বন্ধ করলেন ব্যাটারিচালিত রিকশার চালকরা

ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। এতে বন্ধ হয়ে গেছে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। সড়কেও দেখা দিয়েছে তীব্র যানজট। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রিকশাচালকদের অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। 

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও ও বসিলাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তারা।

ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশার চালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তাঁরা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh