রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
আজ রবিবার (২৪ নভেম্বর) মিরপুর-১১ নম্বরের ব্লক-সি, এভিনিউ-৫ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানিয়েছেন, বিস্ফোরণে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজধানী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh