ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, প্রধান সড়কে এখন থেকে কোনো অটোরিকশা চলবে না।
আজ বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা না চললেও ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো এসব যান চলবে। এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, যেসব প্রধান সড়কে বাস চলে, সেগুলোতে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাতে আমরা একমত হয়েছি।
তিনি বলেন, নতুন করে আর কোনো রিকশা যেন রাস্তায় না নামে, সে ব্যাপারে বৈঠকে আহ্বান জানানো হয়। ঢাকার বাইরে থেকে এসব বাহন না ঢুকার বিষয়েও একমত হয়েছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh