বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে রাতে শহিদ মিনারে অবস্থান করবেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে ন্যায়বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেড করেবেন তারা।
আজ বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার।
তিনি বলেন, ‘রাতে আমরা শহিদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করবো। যদি ন্যায় বিচারের ইঙ্গিত না দেখি, আগামীকাল (বৃহস্পতিবার) আবার শাহবাগ ব্লকেড করা হবে। একইসঙ্গে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
বিডিআর ৪৬ ব্যাচের সদস্য কে এ রাজ্জাক বলেন, ‘আমরা রাতেও শহীদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করবো। ন্যায় বিচারের আভাসের জন্য আগামীকাল ১১টা পর্যন্ত শহীদ মিনারে অপেক্ষা করবো। যদি ন্যায় বিচারের ইঙ্গিত না পাই, তাহলে আমরা শাহবাগ ব্লকেড করবো।’
এরআগে, আজ ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয় কেন্দ্রীয় শহীদ মিনার। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয় সেখানে। এই মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যদের পাশাপাশি কারাগারে থাকা পরিবারে লোকজন অংশ নেন।
উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৯ আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় ১৮৫ জনকে, আরও ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা, খালাস পান ২৮৩ জন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh