সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়।
এ সময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গেছে।
এর আগে, বিকাল ৩টা ৪০ মিনিটে শহিদ মিনার থেকে দশম গ্রেডের দাবি দুপুর ১২টার মধ্যে মেনে না নেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। তার আগে দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শহিদ মিনারে করা সমাবেশ থেকে দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন শিক্ষকরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান এ কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাবো। আমরা তার সাক্ষাৎ চাইব।
এর আগে শহিদ মিনারে আজ ভোর থেকে সারাদেশ থেকে এসে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড প্রধান উপদেষ্টা যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগ থানা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh