বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দীর্ঘদিন ধরেই রাজধানীবাসীকে বেশ ভোগাচ্ছে বায়ুদূষণ। শীত এলেই শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভিড় বেড়ে যায় ঢাকার হাসপাতালগুলোতে, যার পেছনে সবচেয়ে বেশি দায়ী দূষিত বাতাস। গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে শহরটি। এর ব্যতিক্রম ঘটেনি আজও। 

রেকর্ডকৃত বায়ুমান অনুযায়ী আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালেও বায়ুদূষণে বিশ্বের ১২৪ দেশের মধ্যে শীর্ষে আছে ঢাকা।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ২৭৩। অর্থাৎ, খুবই অস্বাস্থ্যকর এখানকার বাতাস।

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার পরই অবস্থান পাকিস্তানের লাহোরের। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২৫৩। তালিকার শীর্ষ পাঁচে আছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা। এরমধ্যে ১৯৯ আইকিউএয়ার স্কোর নিয়ে তৃতীয় দিল্লি এবং ১৮৪ স্কোর নিয়ে পঞ্চম কলকাতা। দূষিত শীর্ষ পাঁচ শহরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের কাঠমন্ডু। শহরটির সবশেষ রেকর্ডকৃত দূষণ স্কোর ১৯১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh