মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন

রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় খেলার মাঠ ও পার্কগুলো গত স্বৈরাচার আমলে বেদখল ছিল, মাঠের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার হতো, মাঠের আশপাশে দোকান বসিয়ে চাঁদাবাজি হতো, মাঠের মধ্যে সাপ্তাহিক মেলা বসিয়ে প্রতি দোকান থেকে চাঁদা নেওয়া হতো, যা এখনো চলমান, শুধু দখলদার পরিবর্তন হয়েছে। এসময় তারা দখল হওয়া সব মাঠ দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হোসাইন, কেন্দ্রীয় সদস্য মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ মোহাম্মদপুর তেজগাঁও, ধানমন্ডিসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বক্তব্য দেন মোহাম্মদপুর থানার প্রতিনিধি সদস্য মোহাম্মদ মুস্তাকিম, তারেক মনোয়ার, আবু সুফিয়ান, আব্দুর রহমান মানিক, কবির, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, ফরহাদ, হাসিবুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh