আজ থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত জনপ্রিয় এই পর্যটন মেলার বিশতম আসর এটি।
বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোঃ সুহাদা ওথমান আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম ,ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফকাত হোসেন, ফার্স্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে অংশ নেবে দেশি-বিদেশি ৫০ টির বেশি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য পর্যটন প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।
এবারের আসরে টাইটেল স্পন্সরের ভূমিকা পালন করছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী ফার্স্টট্রিপ এবং ট্রাভেল কোম্পানি আকিজ এয়ার। মেলার এয়ারলাইন পার্টনার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফির মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা র্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। র্যাফল ড্রয়ে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের মধ্যে বিমানের টিকিট জেতার বিশেষ সুযোগও রয়েছে।
র্যাফেল পুরষ্কারের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের জন্য রিটার্ন এয়ারটিকিট, দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেল ও রিসোর্টে আবাসন, দেশের তারকা হোটেলগুলোতে লাঞ্চ ও ডিনার ইত্যাদি।
মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভিজিটরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ১০টি আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এয়ার টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় প্রদান করছে। অনলাইন ট্রাভেল এজেন্সী ফার্স্টট্রিপ দেশের ভেতরে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এস্ট্রায় ভ্রমণের ক্ষেত্রে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি টিকিট পাচ্ছেন।
এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারীরাও দেশ-বিদেশের এয়ারটিকিট, হোটেল ও রিসোর্ট রুম, ভ্রমণ প্যাজেক ইত্যাদির ওপর আকর্ষণীয় মূল্যছাড় প্রদান করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh