রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২৮

রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৫ জন ডাকাত, ২৪ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছাড়াও ৫ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত আসামি রয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে নানা অপরাধে ব্যবহৃত ৬টি চাকু, ২টি সুইচ গিয়ার ছাড়াও একটি দা, ২টি কুড়াল, ৩টি পাইপ, একটি চাপাতি, একটি মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোনসহ নগদ ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৩৮ পিস ইয়াবা ও ২০ দশমিক ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৪৯টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে মোট ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে। সেই সঙ্গে মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জননিরাপত্তা বিধানে ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি ও ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh