রোজায় ঢাকাবাসী অনেক ভালো ছিল: ডিএমপি কমিশনার

এবার রোজার মাসে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল দাবি করে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা করছেন রোজার শেষ দিন ও ঈদেও তা ভালো থাকবে।

রবিবার জাতীয় ঈদগাহ ময়দান পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ঢাকার পুলিশ কর্তা বলেন, ঈদে কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আজকের দিনটিও আমরা ভালোভাবে পার করতে সক্ষম হব।

ঈদ ঘিরে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের তৎপরতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা সব সময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক।

ঢাকার ঈদ জামাতের নিরাপত্তায় এবার ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে 'সমন্বিত নিরাপত্তা বলয়' গড়ে তোলার কথাও জানান ডিএমপি কমিশনার।

পুলিশের সাথে এটিইউ, সিটিটিসি, ডিবি সবার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বাংলাদেশ আর্মিও থাকবে। সবাই মিলে সমন্বিতভাবে নিরাপত্তা বলয় গড়ে তুলছি।

এবার জাতীয় ইদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ৫টি জামাত, শুরু হবে সকাল সাতটায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় ঈদগাহের জামাতটি হবে সকাল ৯ টায়।

নগরীতে মোট ১১১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৭৭টি মসজিদে ১ হাজার ৭৩৯ টি জামাত হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতে রবিবারই তিনটি জামাত ও সিয়া সম্প্রদায়ের সাতটি ঈদ জামাত হওয়ার কথাও জানান তিনি।

জাতীয় ঈদগাহে নিরাপত্তার কী আয়োজন

সাজ্জাত আলী বলেন, এই ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরির কথা বলেন ডিএমপি কমিশনার।

তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশেপাশের এলাকা সিসিটিভি আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০ সিসিটিভি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে, কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

ইদগাহে প্রবেশের প্রধান তিনটি গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে জানিয়ে বলা হয়, “মৎস্যভবন, প্রেসক্লাব ও শিক্ষাভবন এবং ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেস্টনি দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।"

ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা পুলিশের বিশেষ শাখা এসবি এবং জঙ্গিবিরোধী ইউনিট সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং টিম কাজ করবে। পুলিশের আরেক বিশেষায়িত ইউনিট সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।

মোতায়েন থাকবে সাদা পোশাকের ডিবি ও সিটিটিসি সদস্যরাও।

ওয়াচটাওয়ার থেকে মনিটরিংসহ ও নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও জানান ডিএমপি প্রধান।

জামাতে ব্যাগ আনা যাবে না

নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তার অনুরোধ জানিয়ে সাজ্জাত আলী বলেন, কোন প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সকলকে জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে বা ৯৯৯ অথবা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

এক প্রশ্নে ডিএমপি প্রধান বলেন, আমরা দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। একটা হলো ‘ওভার’ এবং আরেকটা ‘কভার’। সবকিছু তো আমরা প্রকাশ করি না। অনেক কিছু নিরাপত্তার স্বার্থে গোপন রাখি।

ঈদগাহে যান চলাচল নিয়ন্ত্রণ

জাতীয় ঈদগাহের ঈদ জামাতকে ঘিরে চারপাশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল ৬ টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এই ব্যবস্থা থাকবে।

যেসব এলাকায় ডাইভারশন

জিরোপয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং।

যেসব এলাকায় সড়ক বন্ধ

সচিবালয় পুল গেইট এর সামনে, প্রেসক্লাবের সামনে, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং।

গাড়িতে করে ঈদগাহে আসতে চাইলে যেখানে আটকে দেওয়া হবে, সেখান থেকে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে হবে।

বিকল্প রাস্তা

শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং হয়ে গুলিস্থান অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন মৎস্য ভবন ক্রসিং বামে মোড় নিয়ে কাকরাইল মসজিদ ক্রসিং-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

বঙ্গবাজার ক্রসিং হয়ে হাইকোর্ট ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন চাঁনখারপুল-বকশীবাজার- পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

বাবুবাজার ক্রসিং-গুলিস্তান ক্রসিং হয়ে কদম ফোয়ারা ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন/ব্যক্তিগত যানবাহন ইউবিএল ক্রসিং- নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh