মাগুরায় ধর্ষণের শিকার হয়ে আট বছরের একটি শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঈদের রাতে ধর্ষণের শিকার আরও একটি শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই শিশুটির বয়স ৯, যে এক স্বজনের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
মঙ্গলবার রাত ১২টার পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সেই শিশুকে নিয়ে আসা হয়, যার শারীরিক অবস্থা বেশ খারাপ বলে হাসপাতালে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলছেন, শিশুটিকে তার আপন চাচা ধর্ষণ করেছেন বলে অভিযোগ করছেন হাসপাতালে নিয়ে আসা পরিবারের সদস্যরা। তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ার কারণে এখানে নিয়ে আসা হয়।
তিনি বলেন, “শিশুটির অবস্থা দেখেই চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নিয়েছেন।”
ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, বলছেন এই পুলিশ পরিদর্শক।
সন্দেহভাজন চাচার বিষয়ে কিছু জানতে পারেননি মো. ফারুক।
গত ৫ মার্চ মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের একটি শিশু ধর্ষণের স্বীকার হয়ে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।
এই ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন তোলে, ধর্ষণবিরোধী নানা কর্মসূচির মধ্যে সরকার এই অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগও নিয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ধর্ষণ শিশু ধর্ষণ ঢাকা মেডিকেল কলেজ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh