সিপিএলে চ্যাম্পিয়ন সাকিবের বার্বাডোজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০’র এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস।

টুর্নামেন্টের হট ফেভারিট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বার্বাডোজ। এবারের আসরে এটাই গায়ানার প্রথম হার।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রবিবার সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বার্বাডোস এর আগে ২০১৪ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে শিরোপা ঘরে তুলেছিল তারা।

এদিকে দল জিতলেও টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আজও ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। বল হাতে ২ ওভারে খরচ করেছেন ১৮টি রান।

জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে গায়ানার রানের চাকা। 

রান তাড়ায় শুরুতে শুরুতেই খেই হারায় শোয়েব মালিকের দল গায়ানা। উইকেট পতনের শুরু দলীয় ১২ রানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩৩ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। বাকিদের মধ্যে নিকোলাস পুরান (২৪), শেরফান রাদারফোর্ড (১৫) ও কিমো পল (২৫) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

বার্বাডোজের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে ২৪ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন র‍্যামন রেইফার। দুটি করে উইকেট নেন হ্যারি গার্নি ও অ্যাশলে নার্স।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করেন বার্বাডোজ। ২৭ বলে চার চার ও চার ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন সাত নম্বরে নামা জোনাথন কার্টার। ২২ বলে ৩৯ রান করেন ওপেনার জনসন চার্লস। ২৮ রান করেন অপর ওপেনার অ্যালেক্স হলস। 

গায়ানার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ইমরান তাহির, কিমো পল, রোমারিও শেফার্ড ও বেন লাফলিন।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন বার্বাডোজের জোনাথন কার্টার। টুর্নামেন্ট সেরা একই দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //