সাকিবের শূন্যতা পূরণ হওয়ার মতো নয়: পাপন

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ দলে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিসিবি কার্যালয়ে এমন মন্তব্য করেন পাপন।

এর আগে আইসিসির কাছে দেওয়া বিবৃতি পড়ে শোনান সাকিব, ‘ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করার শাস্তি আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে খেলোয়াড়দের ওপর নির্ভরশীল আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু কঠিন পরিস্থিতিতে নিজের দায়িত্ব আমি পালন করতে পারিনি।’

‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই খেলা দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসির এসিইউর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার মতো কোনও তরুণ খেলোয়াড় ভুল না করে।’

সব শেষে সাকিব বলেছেন, ‘একটা জিনিস আমি বলতে চাই, যেভাবে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্ত, সব মানুষ, বিসিবি, সরকার থেকে শুরু করে গণমাধ্যমের সবাই আপনারা যেভাবে সমর্থন করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি আপনাদের সেই সমর্থনটা থাকবে। এই সমর্থন যদি থাকে, তবে আমি ইনশাআল্লাহ খুব শিগ্‌গিরই আবার ক্রিকেটে ফিরতে পারব। আগের চেয়ে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারব। ধন্যবাদ সবাইকে।

এরপর নাজমুল হাসান বলেন, ‘আমরা অবশ্যই শকড, এটা অত্যন্ত শকিং। শকড হওয়ার মতো এর চেয়ে বড় খবর আর নেই। এই সময়ে সাকিবের শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। আমি অনেকবার বলেছি, দুজন খেলোয়াড়ের বিকল্প আমাদের নেই। একজন মাশরাফি, আরেকজন সাকিব। তাদের বিকল্প কাউকে পাবো কিনা জানি না। সে খেলতে পারছে না, এতেই আমরা শকড।’

ভারত সফরে সাকিবকে না পাওয়া একটা বড় ধাক্কা স্বীকার করলেন নাজমুল হাসান, ‘ভারতে প্রথম সিরিজ খেলতে যাচ্ছি আমরা, সব পরিকল্পনা সাকিবকে নিয়েই করা হয়েছিল। এখন রাগ হচ্ছে যে কেন জানালো না (প্রস্তাব পাওয়া)। রাগটা এতক্ষণ প্রকাশ করিনি, তাকে সামনে পেয়ে বলেছি।’

বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘সবাইকে বলতে চাই, আমি খুশি যে সাকিব স্বীকার করেছে। অবশ্য খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ দুর্নীতি বিরোধী ইউনিটকে পুরোপুরি সহযোগিতা করেছে সে।’

দুর্নীতি বিরোধী ইউনিট যে সাকিবকে ডেকেছে সেটাও জানতেন না তিনি, ‘আমরা কিছুই জানি না। তারা (দুর্নীতি বিরোধী ইউনিট) একেবারে আলাদা। শুধু সাকিবের সঙ্গেই ওরা দেখা করেছে। আমরা শুধু রেজাল্ট জানতে পেরেছি। দুই তিন দিন আগে ধর্মঘটের পর সাকিবই প্রথম বললো।’ 

এ দুঃসময়ে সাকিবের পাশে থাকতে চান নাজমুল হাসান, ‘আমি মনে করি, সবাইকে সাকিবের পাশে থাকা উচিত। ওর ভেঙে পড়ার কোনো কারণ নেই। সব সময় বিসিবি পাশে থাকবে। আরো শক্তিশালী ও বুদ্ধিদ্বীপ্ত ক্রিকেটার হিসেবে সে খুব শিগগিরই ক্রিকেটে ফিরবে আশা করি। আমরা আশাবাদী, নিষেধাজ্ঞা শেষে ফিরে বাংলাদেশের ক্রিকেটকে আরো ওপরে নিয়ে যাবে। আইসিসির এই সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে তাদের মতোই আমাদের শক্ত অবস্থান।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //