মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়বেন সৌম্য

মঙ্গলধ্বনি ঢাক শাঁখ সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠেছে ক্রিকেটার সৌম্য সরকারের বাড়িটি। এরই মধ্যে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ শেষ হয়েছে। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার খুলনার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই গায়ে মাখানো হবে কনে পূজাকে।

সবশেষে আবির রাঙা বাসন্তী বিকেলে সৌম্য সরকার তার বরযাত্রীদের নিয়ে এরই মধ্যে রওনা হয়েছেন খুলনায় কনের বাড়িতে। গোধূলিলগ্নে তারা বাধা পড়বেন সাতপাকে।

শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মঙ্গলধ্বনি ঢাক-ঢোল আর শাখা সানাইয়ের বাদ্যযন্ত্রের বাজনায় উল্লসিত হয়ে উঠে সৌম্যর সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল সবুজ বাড়িটি।

এ সময় সৌম্য সরকারের গায়ে হলুদ মাখিয়ে তাকে আশীর্বাদ করেন বাবা-মা,ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। 

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে মঙ্গলধ্বনি ঢাক শাখ সানাই আর বাদ্য বাজন বাজিয়ে খুলনার উদ্দেশে রওনা হবে সৌম্য। 

আগামী শুক্রবার বৌভাত। কনের প্রিয়ন্তী দেবনাথ পূজার আদি বাড়ি বাড়ি পিরোজপুরে। খুলনায় বসবাস। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় নিজের বাড়িতে সম্পন্ন হয় তার আশীর্বাদ অনুষ্ঠান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //