পাকিস্তানের বিপক্ষে টেস্টে টাইগারদের ব্যাটিং লাইনআপ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ। এরইমধ্যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের সম্ভাব্য ব্যাটিং লাইনআপ জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সফরের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রধান কোচ ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেন। 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধান কোচ বলেন, ‘এই মুহূর্তে মোমিনুল চার নম্বরেই স্থায়ী। আমি সম্ভবত শান্তকে (নাজমুল হোসাইন শান্ত) তিন নম্বরে পাঠাবো। তামিমের সঙ্গে ওপেন করবে সাইফ হাসান। ৫ ও ৬ নম্বরে খেলবে মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে ৭ নম্বরে সম্ভবত লিটন দাস।’

ডমিঙ্গো আরো বলেন, ‘তামিম বড় রান করেছে, মোমিনুল এবং রিয়াদ সেঞ্চুরি পেয়েছে, মিঠুন ৬০ রান করেছে (আসলে ৮৩)। ছেলেরা পাঁচ উইকেট পেয়েছে। তারা দেখাচ্ছে, কেনো তারা টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছে। টেস্ট ক্রিকেটারদের জন্য এটা সবসময় গুরুত্বপূর্ণ যে, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা।’

এদিকে, পাকিস্তান সফরের আগে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে ক্রিকেটারদের চলতি বিসিএল খেলতে বলা হয়েছে। তাতে জাতীয় দলের ক্রিকেটাররা সাফল্যও পেয়েছেন। আর এতেই খুশি প্রধান কোচ ডোমিঙ্গো।

প্রোটিয়া এই কোচ বলেন, ‘ম্যাচে ব্যাট করা ও নেটে অনুশীলন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা রানের মধ্যে আছে (বিসিএলে) তারা অবশ্যই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবে। তামিমের ট্রিপল সেঞ্চুরি অসাধারণ প্রচেষ্টা ছিলো এবং এমন কিছু যা প্রশংসার দাবিদার। যেহেতু এটা প্রতিনিয়ত দেখা যায় না।’

অন্যদিকে, বাংলাদেশে বাঁ-হাতি ব্যাটসম্যান বেশি হওয়ায় পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক বাড়তি একজন অফ স্পিনার রেখেছেন। কিন্তু রাসেল ডমিঙ্গোর দলে প্রথম চারের তিনজন বাঁহাতি হলেও পরে ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। সৌম্য সরকার থাকলেও দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা তামিম ইকবালের সঙ্গে ওপেনার হিসেবে অভিষেক হতে পারে তরুণ সাইফ হাসানের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //