নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ ভারত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে ২৯৭ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেলো ভারত। 

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ১৬.৩ ওভারে ১০৬ রান যোগ করেন তারা। ৪৬ বলে ৬৬ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন গাপটিল। হেনরি নিকোলস ১০৩ বলে ৮০ রান করেন।

মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানের পর কলিন ডি গ্র্যান্ডহোমের ২৮ বলে খেলা ৫৮ রানের ক্যামিওতে ৪৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। ভারতের যুজবেন্দ্র চাহাল ৪৭ রান খরচায় নেন ৩ উইকেট। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। মাত্র ৩২ রানেই ২ উইকেট হারায় তারা। ওপেনার পৃথ্বী শ ৪০ রান করে বিদায় নেন। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ৬২ রান করে শ্রেয়াস ফিরে গেলে পঞ্চম উইকেটে মনিশ পান্ডের সঙ্গে আরো একটি শতরানের জুটি উপহার দেন রাহুল। 

ভারতকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে দুর্দান্ত শতক তুলে নেন রাহুল। ১১৩ বলে ১১২ রান হামিশ বেনেটের বলে জেমিসনের তালুবন্দি হন রাহুল।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রান করে ভারত। কিউইদের পক্ষে হামিশ বেনেট ৬৪ রান দিয়ে ৪ উইকেট নেন। 

সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে ৫ উইকেটের জয়ে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো নিউজিল্যান্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //