এক সপ্তাহ পর অনুশীলনে নামবে টাইগাররা

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে গাইডলাইন মেনে এক সপ্তাহ পর ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতে পারবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

অনুশীলনের জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামাউদ্দিন চৌধুরী। তবে, শিগগিরি হচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন।

করোনা পরিস্থিতি উন্নতি হলে, তবেই পরবর্তী সিরিজ সামনে রেখে অনুশীলনে নামবে টাইগাররা। সুজন জানান আইসিসির গাইডলাইন মেনে ব্যক্তি কিংবা দলীয় অনুশীলনের ব্যবস্থা করবে বিসিবি।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গৃহবন্দি ক্রিকেটাররা। অলস সময় কাটাতে ভিন্ন পথ বেছে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই। কিন্তু, আর কতো দিন? দীর্ঘ লকডাউনে ঘরে বসে একঘেয়েমির চেয়ে অনুশীলনে ফেরাই ভালো।

তাই মুশফিকুর রহিম ব্যক্তিগত অনুশীলনের জন্য আবেদন করেছিলেন ক্রিকেট বোর্ডে। কিন্তু, ম্যাচ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট খোয়ানোর পর আসকিং রান রেট যেমন হু হু করে বাড়ে ঠিক তেমনি দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

স্বাভাবিকভাবেই মুশফিকের আবেদনে সাড়া দেয়নি বোর্ড। তবে একাধিক ক্রিকেটারের আগ্রহের ব্যাপারটি মাথায় রেখে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের জন্য মিরপুর স্টেডিয়াম এক সপ্তাহের মধ্যে প্রস্তুত করার পরিকল্পনা বিসিবির।

করোনা বিশ্ব সার্বিক পরিস্থিতিতে ব্যাপাকে প্রভাব ফেলেছে। সেই ধারায় আইসিসির নীতিমালাতেও এসেছে পরিবর্তন। আইসিসির গাইডলাইন অনুযায়ী কোন দেশ অনুশীলনে নামতে চাইলে প্রাথমিক অবস্থায় ১ জন পরবর্তী ধাপে ৩ জন এবং পরিস্থিতি অনুকূলে থাকলে ১০ জনের পর দলীয় অনুশীলনে ফিরতে পারবে। যেমনভাবে অনুশীলন করছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ।

অন্য দেশগুলোর ক্রিকেটীয় কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। কিন্তু, দেশে করোনার আগ্রাসন জেঁকে বসায় এখনই জাতীয় দলকে অনুশীলনের ব্যাপারে ভাবছে না বোর্ড। তবে, এগোচ্ছে পরিকল্পনা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //