এশিয়া কাপ বাতিল মন্তব্যে খেপেছে পিসিবি

সৌরভ গাঙ্গুলি আইসিসির চেয়ারম্যান পদে বসবেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে বিশ্ব ক্রিকেটের রাজনীতি৷ কিন্তু এর মধ্যেই এশিয়া বাতিল নিয়ে বিসিসিআই প্রেসিডেন্টের মন্তব্য ব্যপক খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

নিজের ৪৮তম জন্মদিনে সৌরভ জানিয়েছিলেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে৷ যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিলো৷ বিসিসিআই প্রেসিডেন্টের এই মন্তব্যকে মোটেই ভালোভাবে নেয়নি পিসিবি৷ সৌরভের বিরুদ্ধে খেপেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান৷ তার মতে, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেয়া ক্ষমতা সৌরভ তথা বিসিসিআই প্রেসিডেন্টের নেই৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল৷

ক্রিকেট পাকিস্তানে সামিউল হাসান বলেন, সৌরভ গাঙ্গুলির মন্তব্যের জন্য এশিয়া কাপের আয়োজনে কোনো আটকে যাবে না৷ ও যদি প্রত্যেক সপ্তাহেই এমন মন্তব্য করে, তাহলেও কিছু এসে যায় না৷ কারণ এই মন্তব্যের কোনো ভিত্তি নেই৷ এশিয়া কাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র এসিসি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের৷ এই ঘোষণা একমাত্র করতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নাজমুল হাসান৷ আর আমি যা জেনেছি, শীঘ্রই এশিয়া কাপের সূচি ঘোষণা করা হবে।

সরকারিভাবে এখনো এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে জন্মদিনে সৌরভ জানান, চলতি বছরের এশিয়া কাপ বাতিল করা হয়েছে। যা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিলো৷

চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিয়ে এশিয়া কাপ হওয়ার কথা ছিলো৷ কিন্তু ভারত আগেই জানিয়েছিল পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট হলে তা খেলবে না তারা৷ বিসিসিআই-এর চাপে এশিয়া কাপ অন্যত্র আয়োজনের কথা ভাবে এসিসি৷ কিন্তু করোনাভাইরাসে অতিমহামারির কারণে এশিয়া কাপের আয়োজন নিয়েও সংশয় দেখা গিয়েছে৷

এর আগে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

প্রসঙ্গত, মার্চ থেকে সারা বিশ্বেই মহামারির কারণে থেমে যায় সব পর্যায়ের ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ফের খেলা মাঠে গড়ালেও এখনো অনুশীলনই শুরু করেনি বাংলাদেশসহ বেশ কয়েকটা দল।

সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় এশিয়া কাপ বাতিল করা হয়েছে। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও একই হলে সেই সময়ে আইপিএলের আয়োজন করতে চায় ভারত।

দেশটির করোনা পরিস্থিতি উন্নতি না হলে আইপিএল দুবাই বা শ্রীলঙ্কায় হতে পারে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রধান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //