আইপিএলের স্পন্সর থেকে সরে দাঁড়ালো ভিভো

আইপিএল স্পন্সর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা মোবাইল প্রস্ততকারক সংস্থা ভিভো৷

আইপিএলের ত্রয়োদশ সংস্করণের স্পন্সরশীপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও চুক্তি অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আগামী বছর স্পন্সর করার কথা জানিয়েছে চীনা মোবাইল প্রস্ততকারক সংস্থা। শীঘ্রই চলতি বছর আইপিএলের নতুন স্পন্সরের নাম ঘোষণা করতে চলেছে বিসিসিআই৷

সীমান্তে ভারত ও চীন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনা পণ্য বয়কটের ডাক দেয়া হয়৷ তবুও রবিবার (২ আগস্ট) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চীনা মোবাইল প্রস্ততকারক সংস্থা ভিভোকে চুক্তি অনুযায়ী টাইটেল স্পন্সর হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷ কিন্তু সোশাল মিডিয়ার বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠায় নিজেরাই চলতি বছর আইপিএলের স্পন্সর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ভিভো৷

ফলে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা ২০২০ আইপিএলে নতুন স্পন্সর দেখা যাবে৷ আগামী তিন দিনের মধ্যেই নতুন স্পন্সরের জন্য টেন্ডার ডাকবে বিসিসিআই৷

২০১৭ সালের চীনা মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে পাঁচ বছরের চুক্তি হয়৷ চুক্তি অনুযায়ী প্রতি বছর বিসিসিআইকে ভিভো দেয় ৪৪০ কোটি টাকা৷ পাঁচ বছরের চুক্তি বোর্ডকে মোট ২,১৯৯ কোটি টাকা দেবে চীনা এই মোবাইল সংস্থা৷ কিন্তু পাঁচ বছরের মধ্যে মাত্র দু’বছর আইপিএলকে স্পন্সর করেছে ভিভো৷ বাকি রয়েছে আরো তিন বছর৷ তবে চলতি বছরে সরে দাঁড়াল আগামী বছর থেকে বাকি তিন বছর অর্থাৎ ২০২১, ২০২২ এবং ২০২৩ পর্যন্ত ভিভো আইপিএলে টাইটেল স্পন্সর থাকবে বলে জানা গেছে৷

গত জুনে লাদাখ সীমান্তে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তারপর থেকেই ভারতে চীনা পণ্য বয়কটের দাবি ওঠে। এমনকী টিকটক, হ্যালো, শেয়ার ইটের মতো একগুচ্ছ চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়৷ পাশাপাশি সারা দেশ চীনের বিরোধিতায় সরব হয়৷ সেখানে আইপিএলের স্পন্সর হিসেবে চীনা কোম্পানিকে রেখে দেয়া বোর্ডের সিদ্ধান্তের কড়া সমালোচনা হয় দেশজুড়ে৷ সোশাল মিডিয়া থেকে রাজনৈতিকমহলে এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অর্থনৈতিক শাখা স্বদেশী জাগরণ মঞ্চ (এসজেএম) আইপিএলে স্পন্সর হিসেবে রেখে দেয়ার বোর্ডে সিদ্ধান্তের সমালোচনা করে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বয়কট করার আহ্বান জানায়৷

তাদের তরফে জানানো হয়, আমরা ভারত সরকারকে অনুরোধ করছি আইপিএল কাউন্সিলকে সতর্ক করার জন্য এবং তারা যদি তা না-মানে তবে সরকারের উচিত এই টুর্নামেন্টে স্বীকৃতি প্রত্যাহার করা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //