মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থে হাসপাতাল

মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে নড়াইল শহরে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মহিষখোলা এলাকায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, করোনাকালীন দুর্যোগে মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে নড়াইল শহরে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালটি এখন সরকারি অনুমোদনের অপেক্ষায়।   

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান আকরামুজ্জামানু রুন্টু, পরিচালক আহসানুজ্জামান লিন্টু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, নড়াইল ডায়াবেটিক রোগী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাউন্ডেশনের কর্মকর্তারা আরো জানানো হয়, মাশরাফির ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার করোনায় কর্মহীন হয়ে পড়া খেলোয়াড়দের মাঝে ব্যয় করা হয়েছে। বাকি ২৫ লাখ টাকা দিয়ে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া হাসপাতাল নির্মাণে নড়াইলের কয়েকজন ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করছে। এখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দেয়া হবে।


২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন মাশরাফি বিন মর্তুজা। এ ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারি প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে প্রশিক্ষণ, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //