বাংলাদেশ দলকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে: শ্রীলংকা

শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) করোনাভাইরাস মহামারির কারণে কোয়ারেন্টিনকালের বিষয়ে তাদের অবস্থানে অবিচল থাকছে।

এসএলসি চেয়ারম্যান স্পস্ট করে জানিয়ে দিয়েছেন, মাঠে অনুশীলন শুরুর আগে বাংলাদেশ দলকে বাধ্যতামুলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

শ্রীলংকা সফরে প্রস্তাবিত তিন ম্যাচের টেস্ট সিরিজে পুরোপুরি প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশ দলের মূল সমস্যাই হচ্ছে বাধ্যতামূলক কোয়ারেন্টিন কাল।

গত মার্চে করোনা শুরু হওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশি ক্রিকটোররা। এমনকি ব্যক্তিগত অনুশীলন শুরু করলেও এখন পর্যন্ত তারা গ্রুপ বা দলীয় অনুশীলন শুরু করতে পারেনি। তবে বাংলাদেশ দলকে সাতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এ সময়ে তারা অনুশীলনও করতে পারবে বলে আগে এসএলসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করা হয়েছিল।

দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে সাতদিনের কোয়ারেন্টিন সংক্রান্ত বিসিবির দাবিকে অস্বীকার করেছেন এসএলসি চেয়ারম্যান শাম্মি ডি সিলভা।

কোয়ারেন্টিন কাল নিয়ে দুই বোর্ডের দুই রকমের দাবি নিয়ে কথা উঠলে স্থানীয় সিলোন টুডে পত্রিকাকে এ কথা বলেন সিলভা।

সিলভার উদ্ধৃতি দিয়ে শ্রীলংকার আইল্যান্ড পত্রিকা জানায়, তারা যদি এটা (সাতদিন কোয়ারেন্টিন) বলে থাকে তবে সেটা ঠিক নয়। প্রকৃত অর্থেই আমি বুঝতে পারছি না -কেন তারা এক সপ্তাহের কথা বলছে। সাতদিনের কোয়ারেন্টিনের বিষয়ে বিসিবির সাথে আমাদের কোনো কথা হয়নি। তবে যাই হোক আমরা স্বাস্থ্য বিভাগের কথার বাইরে কোয়ারেন্টিন কাল কমাতে পারবো না। এটা নিশ্চিত যে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

নিজের বক্তব্য পুনরুল্লেখ করে সিলভা বলেন, এমনকি শ্রীলংকা পৌঁছার আগেও যদি তারা কোয়ারেন্টিন করে তথাপি কলম্বো পৌঁছে তাদেরকে বাধ্যতামূলকভাবে হোটেলে থাকতে হবে। সমস্ত খরচ এসএলসি বহন করবে।

এর আগে বিসিবি ঘোষণা দিয়েছিল ২৪ অক্টোবর তিন টেস্ট শুরুর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশে রওনা হবে।-বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //