যেখানে পা সেখানেই হোঁচট কোহলির

যেখানে পা দিয়েছেন সেখানেই হোঁচট খেতে হচ্ছে বিরাট কোহলিকে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে গিয়েই বিরাট কোহলিকে এ ভোগান্তিতে পড়তে হলো।

এই ম্যাচে হারের পর রীতিমত ‘খলনায়ক’ বনে গেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক। এর সঙ্গে যোগ হলো নতুন শাস্তি।

অথচ প্রথম ম্যাচে জয় দিয়েই এবারের আইপিএল মিশন শুরু করেছিল ব্যাঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে এসে মুদ্রার অপর পিঠটাও দেখে ফেললেন কোহলি। অধিনায়ক হিসেবে সব বিভাগেই ‘ফেল’ করলেন। সেই সঙ্গে স্লো ওভার রেটের জন্য জরিমানা হলো ১২ লাখ রুপি।

যে লোকেশ রাহুল বিধ্বংসী সেঞ্চুরিতে পাঞ্জাবকে ২০৬ রানের পুঁজি এনে দিয়েছিলেন, তার ক্যাচ দুইবার ফেলেছেন কোহলি। পরে ব্যাট হাতেও করলেন মাত্র ১ রান। ব্যাঙ্গালুরু ম্যাচটা হেরেছে ১০৯ রানের বিশাল ব্যবধানে।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। কোহলি অধিনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাই সব দায় নিজের কাঁধেই নিয়েছেন।

ব্যাঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছু দিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন-দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //