বাবা হলেন মিরাজ

প্রথম সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারকা এই ক্রিকেটার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা"লার।’


ছয় বছরের প্রেমের পর গত বছরের মার্চ মাসে নিজ জেলার কন্যা প্রীতির সাথে গাঁটছড়া বাঁধেন মিরাজ। এই দম্পতির ঘর আলো করে আজ এল পুত্র সন্তান। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে দুই সপ্তাহ অনুশীলন থেকে ছুটি নিয়েছিলেন মিরাজ। 

তবে তিনি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন। তিন দলীয় এই টুর্নামেন্টে মিরাজ আছেন মাহমুদউল্লাহ একাদশে।

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলে শুরু মিরাজের। চোখধাঁধানো পারফরম্যান্সে সেই সিরিজেই আলোচনায় আসেন মিরাজ। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ২২টি টেস্ট, ৪১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী তরুণ।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //