নারী দলের নতুন প্রধান নির্বাচক মঞ্জুরুল

বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন মঞ্জুরুল ইসলাম। এর আগে এ দায়িত্বে ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও জাতীয় দলের সাবেক ওপেনার আতাহার আলী খান।  

তার বিদায়ের পর পদটি শূন্য হলে সাবেক এ বাঁহাতি পেসার মঞ্জুরুলের কাছে প্রস্তাব দেয় বিসিবি। তিনি সেই প্রস্তাবে সম্মতি জানালে তার নিয়োগ চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়।   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

নাদেল বলেন, আমরা মঞ্জুরুলকে জাতীয় নারী দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছি। তার মেয়াদ এক বছর। আগামী নভেম্বর থেকে মঞ্জুরুল তার দায়িত্ব পালন শুরু করবেন। এরপর তার পারফরম্যান্স মূল্যায়ন করে চুক্তি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে মঞ্জুরুল বলেন, অনেক দিন থেকেই আমি বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। এই নতুন চ্যালেঞ্জ নিতে আমি আগ্রহী। 

মঞ্জুরুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার হিসেবে ১৭টি টেস্ট এবং ৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। তবে ২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) অংশ নিলে মূল ধারার ক্যারিয়ার শেষ হয়ে যায় তার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //