ফিরেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

জুয়াড়ির অনৈতিক প্রস্তাব পেয়েও বিষয়টি গোপন রাখায় গত বছরের ২৮ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করেছিল আইসিসি। তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত ছিল। গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কারণে পুরো এক বছর ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন তিনি। তবে করোনাভাইসের প্রাদুর্ভাবের কারণে খুব একটা মাঠে গড়ায়নি ক্রিকেট। যার ফলশ্রুতিতে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ মিস করেছেন সাকিব। আর তাই নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডেতে নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ বুধবার (৪ নভেম্বর) সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। অলরাউন্ডারদের তালিকায় ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৭২ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা দশে স্থান পেয়েছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।


আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিং

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩৭৩ রেটিং

২. মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৩০১ রেটিং

৩. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৮১ রেটিং

৪. বেন স্টোকস (ইংল্যান্ড) ২৭৬ রেটিং

৫. ইমাদ ওয়াসিম (পাকিস্তান) ২৭১ রেটিং

৬. কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) ২৬৫ রেটিং

৭. রশিদ খান (আফগানিস্তান) ২৫৩ রেটিং

৮. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ২৫১ রেটিং

৯. রবীন্দ্র জাদেজা (ভারত) ২৪৬ রেটিং

১০. শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) ২৩৮ রেটিং

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //