ব্যর্থ সাকিব, তবুও খুলনার জয়

ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। অন্যদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথমবার সুযোগ পেয়েই চমৎকার ইনিংস উপহার দিলেন জাকির হোসেন। তরুণ এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ফরচুন বরিশালকে ১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় জেমকন খুলনা। বরিশালকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে জেমকন খুলনা।

পয়েন্ট টেবিলে তিন আর চার নম্বরে ছিলো জেমকন খুলনা আর ফরচুন বরিশাল। আজ দুই দলই খেলতে নেমেছিল নিজেদের পঞ্চম ম্যাচ।

জেমকন খুলনার দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ছিলো ছন্নছাড়া। শুরুতে তামিম ইকবাল ২১ বলে ৩২ রানের ইনিংস খেলার আগে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন ২৬ বলে ১৯ রান করে।

এরপর আফিফ হোসেনের ৩ রানে ফেরার পর তৌহীদ হৃদয়  খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। ইরফান শুক্কুরের ১৬ (২০) আর মাহিদুল অংকনের ১০ রানে বিদায়ের পর বাকিরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। শেষ পর্যন্ত বরিশাল থামে ১৯.৫ ওভারে ১২৩ রানে।

খুলনার হয়ে ২টি করে উইকেট নেন শুভাগত হোম, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও আল আমীন।

এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার জাকির হাসানের ৪২ বলে ৬৩ রানের ইনিংস আর ইমরুল কায়েসের ৩৭ ও মাহমুদউল্লাহর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে বরিশাল।

খুলনার হয়ে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও ১টি নেন তানভির ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //