মাশরাফিকে নিয়ে তিনদলের কাড়াকাড়ি

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দলে নিতে শুরু হয়েছে টানাটানি। জেমকন খুলনা, ফরচুন বরিশালের পর মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে দলে ভেড়াতে চায়।

দলটির ম্যানেজার হান্নান সরকার শনিবার গণমাধ্যমে বলেন, ‘এখনো বোর্ড থেকে নির্দিষ্ট কোন নির্দেশনা দেওয়া হয়নি মাশরাফিকে পাওয়ার ব্যাপারে। আমরা যেটা করেছি তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করেছি, বোর্ডে আবেদন করেছি। বাকিটা সময়ের সাথে সাথে বোর্ডের মাধ্যমে জানতে পারবো।’

টুর্নামেন্টের বিধি অনুযায়ী একের অধিক দল যদি কোনো খেলোয়াড়কে চায় তাহলে লটারিতে হবে সমাধান। সেজন্য মাশরাফিকে লটারিতেই বসতে হবে। তবে এর আগে মাশরাফিকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।

দীর্ঘ বিরতির পর গত পহেলা ডিসেম্বর মাশরাফি ফেরেন অনুশীলনে। প্রায় ৯ মাস পর সেদিন মিরপুরে ফিরে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ৪ ওভার বোলিং করেন। মাঠে ফেরার তাড়নায় মাশরাফি হয়েছেন ঝরঝরে। শরীরের ওজন কমিয়েছেন ১০ কেজি। তবে খেলার অবস্থায় যেতে তাকে আরো কয়েকটি বোলিং সেশন করতে হবে।

টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রাজশাহী। তবে পরের তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। চোটে পড়া সাইফ উদ্দিন পরের ম্যাচ থেকেই ফিরবেন মাঠে। শেষ চারে যেতে হলে শেষ তিন ম্যাচের দুইটি জিততেই হবে রাজশাহীকে। তিনটি জিতলে জায়গা পাকাপাকি হবে। সেক্ষেত্রে সাইফ উদ্দিন ও মাশরাফিকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে রাজশাহী। যদিও মাশরাফির রাজশাহীতে খেলা এখনও চূড়ান্ত নয়। তবুও আশায় বুক বাঁধছে তারা।  

‘মাশরাফি যখন খেলবে তখন যে কোন দলের জন্যই একটা বিশাল সুযোগ। আমাদের টিম কম্বিনেশন সাইফ উদ্দিনকে ঘিরে সাজিয়েছিলাম। কিন্তু ইনজুরিতে তাকে আমরা শুরু থেকে পাইনি। সে ফিরছে। সঙ্গে যদি মাশরাফিও ফেরে তাহলে দলের শক্তি বেড়ে যাবে। গ্রুপ পর্বে দুইটা ম্যাচ খেললে তাদের জন্য ও দলের জন্য প্লে-অফে খেলা সুবিধাজনক হবে।’– যোগ করেন হান্নান সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : মাশরাফি

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //