টি-১০ লিগে অংশ নিতে সব খেলোয়াড় ছাড়পত্র পাচ্ছে না

সংযুক্ত আারব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ডাক পাওয়া সব খেলোয়াড়কে ছাড়পত্র দিচ্ছে না ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে বিভিন্ন ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছে বাংলাদেশের ছয় ক্রিকেটার। এরা হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মুক্তার আলী ও নাসির হোসেন।

কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সব খেলোয়াড়কে ছাড়পত্র দিতে রাজি নয় বিসিবি। কারণ ওই ছয়জন ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় দলভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যাদের জাতীয় দলে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা নির্বাচক কমিটির সাথে কথা বলেছি। 

২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে টি-১০ এর প্লেয়ার্স ড্রাফট। নিলামে মোসাদ্দেক, তাসকিন ও মুক্তারকে বেছে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। দ্য বেঙ্গলস টাইগার বেছে নিয়েছে দুই তরুণ স্পিন অল রাউন্ডার আফিফ ও শেখ মেহেদিকে। পুনে ডেভিলস পছন্দ করেছে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে।

আবুধাবিতে ২৬ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টি-১০ ক্রিকেট লীগ টুর্নামেন্টটি। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //