নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০২:১১ পিএম
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে আজ রবিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উইন্ডিজ দল সরাসরি চলে যায় টিম হোটেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইন্ডিজ দলের পৌঁছানোর কথা নিশ্চিত করেছে।
ঢাকায় পৌঁছালেও তাদের তিনদিন থাকতে হবে হোটেলবন্দি। এরপর চারদিন নিজেরা নিজেরা অনুশীলন করতে পারবেন। সাতদিন পর করোনা নেগেটিভ হলে তারপর টাইগারদের সাথে মিশতে পারবে। সহায়তা নিতে পারবে বিসিবির সাপোর্টস্টাফদের।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরা হবে এ সিরিজের মধ্যে দিয়ে। গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে। গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও কভিড-১৯ পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়।
এদিকে বাংলাদেশে রওনা হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের কভিড-১৯ পরীক্ষা করা হয়। একজন ক্রিকেটার পজেটিভ হওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।
এদিকে আসন্ন সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল রবিবার তাদের অনুশীলন শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলের সব সদস্যের কভিড-১৯ পরীক্ষা হয় ও প্রত্যেকে নেগেটিভ হন।
২০ জানুয়ারি মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি খেলে তারা যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট হবে সেখানে। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল। এর আগে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।
ওয়ানডে দল: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আম্ব্রিস (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকক্যার্থি, কেওর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh