ব্যাটিং পজিশন হারাচ্ছেন সাকিব

নিজের পছন্দের পজিশন তিন নম্বরে আর ব্যাট করতে পারছেন না সাকিব আল হাসান। ২০১৯ সালের বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন সাকিব। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দিতেই নিজের পছন্দের পজিশন হারাচ্ছেন সাকিব।  যে পজিশনে ব্যাটিং করে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন সাকিব, দীর্ঘদিন ধরে খেলা সেই পজিশন হারাতে হচ্ছে তাকে।

২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকে চার অথবা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গে বলেছেন, সাকিব দলে ফিরেছে এটা খুশির খবর। গত বিশ্বকাপে সে তিন নম্বরে দারুণ খেলেছে। এ মুহূর্তে আমি অভিজ্ঞ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর চিন্তাভাবনা করছি।

প্রধান কোচ বলেছেন, সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি অনেক দিন হলো। ৪ নম্বরে সে দম ফেলার সুযোগ পাবে। আমরা জানি সে বিশ্বমানের ক্রিকেটার। এই ব্যাটিং লাইনআপ পাথরে গড়া নয়। বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।

তিন নম্বর পজিশনে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে খেলানো প্রসঙ্গে কোচ বলেছেন, শান্ত এখন ভালো ছন্দে আছে। শেষ সিরিজে সে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে। উপমহাদেশে তরুণ কাউকে গড়ার সুযোগ দিতে হলে সেটা সেরা তিনেই দেয়া উচিত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //