দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে আটকেও ধুঁকছে পাকিস্তান

করাচি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বোলাররা। প্রথমে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২২০ রানে অলআউট করার পর ৩৩ রান করতেই চার উইকেট হারিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম।  

তাদের ৩০ রানের জুটি ভাঙেন শাহীন আফ্রিদি। ইমরান বাটের তালুবন্দি হয়ে ফেরেন মার্করাম (১৩)। এরপর আর কেউ বড় অঙ্কের স্কোর করতে পারেননি। রসি ফন ডার ডুসেন (১৭), ফাফ ডু প্লেসিস, অধিনায়ক কুইন্টন ডি কক (১৫) সেট হয়েও দ্রুত উইকেট বিলিয়ে আসেন।  

অভিষেক টেস্ট খেলতে নামা নাওমান আলীর বলে সাজঘরে ফেরার আগে ১০৬ বলে ৯ চারে করেন ৫৮ রান ডিন এলগার। তার বিদায়ের পরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।  

টেম্বা বাভুমা (১৭), জর্জ লিন্ডে (৩৫), কেশব মহারাজ (০), এনরিখ নর্তশে (০), লুঙ্গি এনগিদি (৮)  দ্রুত আউট হয়ে গেলে ১৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়া প্রোটিয়াদের প্রথম ইনিংস থামে ২২০ রানে। ২১ রানে অপরাজিত ছিলেন কাগিসো রাবাদা।  

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসির শাহ। আফ্রিদি ও নওমান দুইটি করে উইকেট নেন।

সফরকারীদের দ্রুত অলআউট করলেও দিন শেষ করার আগে স্কোরবোর্ডে ৩৩ রান জমা করতেই ৪ উইকেট হারিয়েছে বাবর আজমের দল।  

শুরুতেই জোড়া আঘাত হানেন রাবাদা। দুই ওপেনার আবিদ আলী (৪) ও ইমরান বাটকে (৯) ফেরান তিনি। এরপর মহারাজ ফেরান অধিনায়ক বাবর আজমকে (৭)। নর্তশের বলে বোল্ড আফ্রিদি (০))। আগামীকাল ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবেন আজহার আলী (৫) ও ফাওয়াদ আলম (৫)।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //