র‍্যাঙ্কিংয়ে টাইগারদের অবনতি

নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। তিন রেটিং পয়েন্ট হারিয়ে টাইগারদের অবস্থান এখন দশমে।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা বলছে, কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ২২৬, যা সিরিজ শুরুর আগে যা ছিল ২২৯। ফলে ২২৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা।

এর আগে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকে যায় আফগানিস্তান।

আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ২২৮।

২৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। মাত্র ২ পয়েন্ট কম নিয়ে ভারত দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের কাছে হারের পর ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়তে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে।

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ২৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। ২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ষষ্ঠ স্থানে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //