কলকাতা শিবিরে যোগ দিলেন সাকিব

সাতদিনের কোয়ারেন্টিন শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলের সাথে যোগ দিলেও নিজেদের মধ্যে হওয়া কলকাতার প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলা হয়নি তার। পুরোদমে অনুশীলন না করলেও হালকা গা গরম করেছেন সাকিব।

কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, খুব শিগগরিই অনুশীলনে ফিরবেন ও কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন সাকিব। মাত্রই কোয়ারেন্টিন শেষ করে ফিরেছেন সাকিব। তিনি ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিলেন। তবে আইপিএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে সাকিবের।

নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। অবশেষে এক বছর পর এবারের আইপিএলে খেলতে নামছেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। তবে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ। 

এবার আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। তার ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //