নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৮:০৯ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৮:১২ পিএম
টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল লঙ্কাগামী বিমানে উঠবে টাইগাররা। শ্রীলঙ্কা সফরের দলে কারা জায়গা পাবেন, কার নাম বাদ পড়বে সে অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না ক্রিকেটারদের। তবে কারা দলে জায়গা পাবেন তা শ্রীলঙ্কায় গিয়ে ঘোষণা হবে বলে জানিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দেব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার খেলোয়াড় পাব না, নেট বোলারও পাব না, এজন্য আমরা বেশি প্লেয়ার নিয়ে যাচ্ছি।’
তিনি আরো যোগ করেন, ‘প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, ২১ জনের। যাওয়ার আগের দিনও দিতে পারি। ভিসা সংক্রান্ত জটিলতা তেমন নেই।’
শ্রীলঙ্কায় ২১ এপ্রিল প্রথম টেস্টে মাঠে নামার আগে ২ দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। তবে সে ম্যাচের জন্য প্রতিপক্ষ হিসেবে স্থানীয় কোনো ক্রিকেটার দেবে না স্বাগতিকরা। এজন্য এখান থেকে লম্বা বহর নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ শেষে ১৬-১৮ সদস্যের মূল দল ঘোষণা করবে বিসিবি।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh