বেঙ্গালুরুর রোমাঞ্চকর জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

বুধবার (১৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের রোমাঞ্চকর লড়াইয়ে ৬ রানে হারিয়েছে বিরাট কোহলি শিবির।

চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে বেঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৯ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল (পাঁচটি চার ও তিনটি ছক্কা)। ২৯ বলে চারটি চারে ৩৩ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।

ডি ভিলিয়ার্স জ্বলে উঠতে পারেননি। ৫ বলে এক রান করে তিনি বিদায় নেন রশিদ খানের বলে।

শাহবাজ ১৪, পাডিকাল ১১ রান করেন। বল হাতে হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৮ রানে দুই উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। তিন উইকেট নেন জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৪ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (সাত চার ও একটি ছক্কা)। মনিষ পান্ডে করেন ৩৮ রান ৩৯ বলে। জনি বেয়ারস্টো করেন ১৩ বলে ১২ রান।

মিডল অর্ডারে আব্দুল সামাদ (০), জেসন হোল্ডার (৪) ও বিজয় শঙ্কর (৩) ব্যর্থ হওয়ায় ম্যাচ চলে যায় বেঙ্গালুরুর হাতে। ৯ বলে এক চার ও এক ছক্কায় রশিদ খান ১৭ রান করলেও হারতে হয় হায়দরাবাদকে।

বল হাতে বেঙ্গালুরুর হয়ে দুই ওভারে ৭ রানে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। জেমিসন পান একটি উইকেট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //