আইপিএল ছাড়লেন অশ্বিন

ভারতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর মাঝপথ থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ জয়ের পর গত রবিবার (২৫ এপ্রিল) টুইটারে টুইট করে সিদ্ধান্তটি জানান অশ্বিন। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে তার পরিবার। তাদের সমর্থন জানাতেই আইপিএল ছাড়ছেন ভারতের এ তারকা স্পিনার।

টুইটারে তিনি লিখেন, ‘কাল থেকে আমি এ বছরের আইপিএলে আর খেলছি না। কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে আমার পরিবার ও কাছের মানুষরা। এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। পরিস্থিতির উন্নতি ঘটলে হয়তো ফিরবো।’

অশ্বিন আরো লিখেন, ‘আমার দেশের অবস্থা দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। চিকিৎসাসেবার সাথে যারা জড়িত তাদের সাথে তো আমি নেই। কিন্তু তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। সব ভারতীয়কে সাবধানে থাকার অনুরোধ রইল।’

অশ্বিনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দিল্লির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘এই কঠিন সময়ে রবীচন্দ্রন অশ্বিনের প্রতি পূর্ণ সমর্থন রইল। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তুমি ও তোমার পরিবারের জন্য প্রার্থনা জানাই।’

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছেন, ‘ভারতে সংক্রমণ বেড়ে চললেও খেলোয়াড়েরা সবচেয়ে নিরাপদে আছেন।’

ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড় সংক্রমণের সংখ্যা প্রায় ৩ লাখ। সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //