সাকিবের করোনা পরীক্ষার ফল নেগেটিভ, অপেক্ষায় মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করোনা মহামারির কারণে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন সাকিব ও মুস্তাফিজ। শুক্রবার কোয়ারেন্টাইনে থেকে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। 

শনিবার (৮ মে) প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এই অলরাউন্ডারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সাকিবের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। আজ যে ফল হাতে পেয়েছি, সেখানে নেগেটিভ এসেছে। এটি আমাদের রুটিন পরীক্ষার অংশ ছিল। যেহেতু সে ভার‍ত থেকে এসেছে।’

আইপিএল থেকে ফিরে সাকিব উঠেছেন রাজধানী গুলশানের এক হোটেলে। একই বিমানে ফিরেছেন আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। সস্ত্রীক মোস্তাফিজ আছেন কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে। সাকিবের গতকাল পরীক্ষা করা হলেও মোস্তাফিজদের নমুনা নেয়া হয়েছে আজ।

মনজুর বলেন, ‘আমরা সাকিবের নমুনা গতকাল নিয়েছিলাম। স্ত্রী সহ মোস্তাফিজের পরীক্ষার নমুনা আজ নেয়া হয়েছে। এই ফল পাওয়া যাবে আগামীকাল।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //