টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ইনিংস ব্যবধানে হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ উইকেটে জিম্বাবুয়ে লড়ছিল কেবল হারের ব্যবধান কমাতে। চতুর্থ দিন সকালে স্বাগতিকদের সেই লড়াই টিকেনি বেশিক্ষণ। বিশাল জয়ে টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

সোমবার (১০ মে) হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে  জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানে হারিয়েছে বাবর আজমের দল। দলটির বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। প্রথম টেস্টও তারা জিতেছিল ইনিংস ব্যবধানে।

৫১০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে ১৩২ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। ফলো অন করিয়ে দলটিকে দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে থামিয়ে দুই টেস্টের সিরিজটি ২-০ তে জিতে নিল সফরকারীরা।

পাকিস্তানকে জয়ের জন্য চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা করায় মূলত জিম্বাবুয়ের শেষ জুটি। লুক জঙ্গুয়ে ও ব্লেসিং মুজারাবানির সেই জুটি এদিন টিকতে পেরেছে কেবল পাঁচ ওভার।

জঙ্গুয়েকে কট বিহাইন্ড করে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫২ রানে ৫ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান পেসারের আগের সেরা ছিল ৭৭/৫।

প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান আলি। দ্বিতীয় ইনিংসে আফ্রিদির সঙ্গে উইকেট ভাগ করে নেন নুমান আলি। বাঁহাতি এই স্পিনারের প্রাপ্তি ৮৬ রানে পাঁচটি।

এতেই ইতিহাসের পাতায় নাম লেখায় পাকিস্তান। প্রথমবারের মতো কোনো টেস্টে দলটির তিন বোলার পেলেন পাঁচ উইকেটের স্বাদ। এই সংস্করণে যা এনিয়ে ঘটল ষষ্ঠবার, ১৯৯৩ সালের পর প্রথম।

প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসে দলকে বড় পুঁজি এনে দেওয়া আবিদ আলি হন ম্যাচ সেরা। দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হাসান।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান ১ম ইনিংস: ৫১০/৮ ইনিংস ঘোষণা।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৩২

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৬৮ ওভারে ২৩১ (আগের দিন ২২০/৯) (জঙ্গুয়ে ৩৭, মুজারাবানি ৪*; আফ্রিদি ২০-৫-৫২-৫, তাবিশ ১১-৩-৪৬-০, হাসান ১০-৭-৯-০, সাজিদ ৬-১-৩২-০, নুমান ২১-৩-৮৬-৫)।

ফল: পাকিস্তান ইনিংস ও ১৪৭ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে পাকিস্তান।

ম্যান অব দা ম্যাচ: আবিদ আলি।

ম্যান অব দা সিরিজ: হাসান আলি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //