ডিপিএল: মোহামেডান হারিয়ে টানা তৃতীয় জয় দোলেশ্বরের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে উড়ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।  নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়। পরের তিন ম্যাচে টানা জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে ফরহাদ রেজার দল।

মঙ্গলবার (৮ জুন) মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ৬ ওভারে নেমে আসা ম্যাচে সাকিব আল হাসানের দলকে ২২ রানে হারিয়েছে দোলেশ্বর।

বৃষ্টির কারণে সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা পর মাঠে গড়ায় দুই দলের লড়াই। তবে কার্টেল ওভারে ম্যাচ হয় ৬ ওভারের। এই ম্যাচে আগে ব্যাট করে সাদা-কালোদের পাত্তা দেয়নি প্রাইম দোলেশ্বর। ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে জয় তুলে নিয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো ফরহাদ রেজারা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাদাকালো শিবিরের অধিনায়ক সাকিব। টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার। ব্যাট হাতে ঝড় তোলেন ইমরানুজ্জাম ও শামীম পাটোয়ারি। বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ ৪ ওভারেই ৬৮ রান যোগ করেন দুজন। সাকিব, তাসকিনরা অসহায় ছিলেন তাদের কাছে।

৬ ওভারের ম্যাচে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে মাত্র ১৪ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ইমরানুজ্জামান। সাকিবের বলে ফিরে যাওয়ার আগে নিজের ইনিংসটি সাজান ২টি চার ও ৫টি ছয়ের মারে। সঙ্গে শামীমের ১৬ বলে ২৫ রানের উপর ভর করে নির্ধারিত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৭৮ রানের সংগ্রহ দাঁড় করে প্রাইম দোলেশ্বর। মোহামেডানের হয়ে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।

লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন মোহামেডান ওপেনার পারভেজ হোসেন ইমন। পেসার শফিকুলের বলে কাটা পড়ে ফেরেন শূন্য হাতে। এক বল পরে শুভাগত হোমকে একই পথ অনুসরণ করান শফিকুল। এরপর সাকিব, নাদিফ চৌধুরী আর ইরফান শুক্কুর চেষ্টা চালালেও লাভ হয়নি। প্রয়োজন অনুযায়ী রান তুলতে পারেনি তারা। ৬ ওভারে ৫৬ রান সংগ্রহ করতে পারে মোহেমডান। এতে ২২ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রাইম দোলেশ্বর।

নাদিফ ১১ বলে ১৬ ও সাকিব ১৪ বলে ২২ রান করে আউট হন। ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন শুক্কুর। প্রাইম দোলেশ্বরের হয়ে শফিকুল ৩ এবং রেজাউর রহমান রাজা নেন একটি উইকেট। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //