জাতীয় দলের ‘ছায়া’ দল করবে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আদলে একটি ছায়াদল করার পরিকল্পনার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (১৫ জুন) দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি সভাপতি।

দশম বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন জানান, জাতীয় দলের আদলে একটি ছায়া দল তৈরি করবে বোর্ড। জাতীয় দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা এখানে অনুশীলন করবে। কখনো বিকল্প লাগলে এখান থেকে জাতীয় দলে ডাকা হবে ক্রিকেটারদের।

পাপনের ভাষ্য, ‘কিছু দিন আগে আমরা একটা শ্যাডো ন্যাশনাল টিমের কথা বলেছিলাম আপনাদেরকে। সেটা আজকে বোর্ডে এপ্রুভ হলো। বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি।’

সাধারণত জাতীয় দলের ভাবনায় থাকে ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে বাংলাদেশের ‘এ’ দল অনেকদিন খেলার বাইরে। সবশেষ ২০১৮ সালে লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছে ‘এ’ দল। প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি খেলেছে ২০১৯ সালের শুরুতে। এবার ছায়া দল করে সরাসরি জাতীয় দলের বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখতে চাইছে বিসিবি।

পাপন জানান, এটার ব্যাকগ্রাউন্ড হয়তো আপনারা জানেন তারপরও আরেকবার বলে নিচ্ছি। জাতীয় দলে যারা খেলে তারা যদি কোনো সিরিজে ডাক না পায়, উদাহরণ ধরুন ইমরুল বা সৌম্য দলে ডাক পায়নি, ওরা নাকি তখন প্র্যাকটিস করার সুযোগ পায় না, আমাদের সুবিধাদি ব্যবহার করতে পারে না। এটা তো একটা বড় সমস্যা। ওরা কোথায় প্র্যাকটিস করবে? ওদের কারো যদি কোনো ঘাটতি থাকে কেউ যদি দল থেকে বাদ পড়ে তাহলে ও শিখবে কোথায়? আমরা ঠিক করেছি, সারা বছর আমাদের এখানে ট্রেনিং চলবে।

পাপন বলেন, এখন পর্যন্ত আমাদের ইচ্ছা হচ্ছে লোকাল কোচিং স্টাফ থাকবে। এক্ষেত্রে হেড কোচের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখন যেটা হয়, ধরুন ওপেনিংয়ে একটা খেলোয়াড় নেই। খেলবে না অথবা ইনজুরিতে বা কোনো কারণে নেই, তখন আমরা ট্রায়ালের মতো একেকদিন একেকজনকে ট্রাই করি। আজকে একে করি, কালকে ওকে করি।

তিনি বলেন, আমাদের যদি প্রস্তুত থাকত, যদি জাতীয় দলে দরকার হয় কে যাবে...। এভাবে এক নম্বর, তিন নম্বর, সাত নম্বর- পজিশন অনুযায়ী কোচ চাহিদার কথা বলে দিবে ওই অনুযায়ী আমরা খেলোয়াড়দের সারা বছর ট্রেনিং দেবো। যাতে জাতীয় দলের প্রয়োজনে সাথে সাথে বিকল্প হিসেবে চলে যেতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //