বেতন বাড়ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের

বছরের প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও, এখনও ঘোষণা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা। তবে আকরাম খান জানিয়েছেন এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।

বৃহস্পতিবার (১৭ জুন) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানতে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান আকরাম খান।

তিনি বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’

তিনি আরো যোগ করেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

২০১৯ সালে বোর্ডের বিপক্ষে আন্দোলনে নেমেছিলেন ঢাকার ক্রিকেটাররা। সেই আন্দোলনের ১৩ দফার মধ্যে ষষ্ঠ দফা ছিল, জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। যেখানে অন্তত ৩০ জন রাখার কথা জানিয়েছিলেন খেলোয়াড়রা। পাশাপাশি চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল।

এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, চুক্তিতে রাখা হচ্ছে ১৮ থেকে ২০ জন ক্রিকেটারকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //