রুয়েলের পাঁচ উইকেটে জিতল মোহামেডান

প্রথম পর্বের ১১ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগের টিকিট পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর যেন জয় তাদের জন্য সোনার হরিণই হয়ে যায়। সুপার লিগে পরপর চার ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়ে শুভাগত হোমের দল। অবশেষে লিগের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে সাদাকালোরা।

বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে ফরহাদ রেজার দলকে ২৫ রানে হারিয়ে সুপার লিগে নিজেদের প্রথম জয়ের স্বাদ নিয়ে ঢাকা লিগের ২০১৯-২০ মৌসুম শেষ করলো ডিপিলের ৯ বারের চ্যাম্পিয়নরা। এদিন বল হাতে বাজিমাত করেন মোহামেডানের রুয়েল মিয়া। ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই ৫ উইকেট তুলে নেন তিনি।

ঢাকা লিগে এবার দল হিসেবে আলো ছড়িয়েছে প্রাইম দোলেশ্বর। তবে শেষ দিকে এসে সুবিধা করতে পারেনি তারা। শিরোপার দৌড়ে থাকলেও পিছিয়ে পড়ে বৃষ্টির কারণে। মূলত গাজী গ্রুপের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শিরোপার আশা শেষ হয়ে যায় তাদের। সুযোগ ছিল রানার আপ হিসেবে টুর্নামেন্টের ইতি টানার। তবে আজ (শনিবার) শুভাগত হোমের দলের বিপক্ষে পেরে ওঠেনি তারা। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল প্রাইম দোলেশ্বর।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মোহামেডান। তবে তাদের ইনিংসের তৃতীয় ওভারে শুরু হয় বৃষ্টি। ফলে ১৩ ওভারে নেমে আসে ম্যাচ। বৃষ্টির পর মোহামেডানের শুরুর দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ৮ ওভার শেষে স্কোর বোর্ডে মোটে ৫০ রান জমা করতে পারে তারা। ওপেনার পারভেজ হোসেন ইমন ২১ বলে ২৬ ও শাকিল হোসেন ১৯ বলে ১৮ রান করে আউট হন।

পরের ৫ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন শুভাগত। আরও নির্দিষ্ট করে বললে টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা পেসার কামরুল ইসলাম রাব্বির করা ইনিংসের শেষ ওভার থেকে ২৭ রান তোলে মোহামেডান। এতে ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১০৩ রান তুলতে পারে সাদাকালোরা। এদিন মাত্র ৮ বলে অপরাজিত ২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভাগত। যেখানে সমান ২টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের। এই টার্গেট টপকাতে নেমে মোহামেডানের বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইমরানুজ্জান, সাইফ হাসান, ফজলে মাহমুদরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম দোলেশ্বর। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেন ফজলে মাহমুদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে ইমরানুজ্জামের ব্যাট থেকে।

বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া শামীম পাটোয়ারী ৮ রান করে আউট হন। অধিনায়ক ফরহাদ রেজা ফেরেন ৩ রান করে। এতে মাত্র ৮১ রানেই গুঁটিয়ে যায় প্রাইম দোলেশ্বর। ২৫ রানে ম্যাচ জেতে মোহামেডান। 

মোহামেডানের হয়ে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুই তরুণ পেসার রুয়েল মিয়া ও ইয়াসিন আরাফাত মিশু। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পান রুয়েল। মাত্র ২ ওভার ৪ বল হাত ঘুয়িয়ে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন রুয়েল। এদিকে আগের ৮ ম্যাচে ৪ উইকেট পাওয়া মিশু আজও নিয়েছেন ৪ উইকেট। মাত্র ১১ রান দেন তিনি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //