স্থগিত বিসিবির এজিএম

কঠোর লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। করোনা পরিস্থতির উন্নতি হলে সাধারণ সভার নতুন তারিখ ঘোষণা করা হবে।

গত ১৫ জুন বিসিবির দশম বোর্ড সভায় চলতি বছরের শেষদিকে বিসিবির নতুন বোর্ড সদস্য নির্বাচন ও ৭ জুলাই বার্ষিক সাধারণ সভার তারিখ ঠিক করা হয়েছিল। তবে করোনা পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এজিম আয়োজনের জন্য উপযুক্ত সময় নয়। অধিকাংশ কাউন্সিলরকে ঢাকার বাইরে থেকে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে তা কোনোভাবেই সম্ভব নয়। তাই এজিএম স্থগিত করা হয়েছে।’

অবশ্য ৭ জুলাইয়ের এজিএমের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল বিসিবি। রাজধানীর এক হোটেলে  হওয়ার কথা ছিল এই এজিএম। কিন্তু দেশে করোনা পরিস্থিতি ভালো নয়, তাই ঢাকার বাইরে থেকে আসা  কাউন্সিলরদের জন্য ঝুঁকি। তাই আপাতত এটি স্থগিত করা হয়েছে।’

পরিস্থিতির উন্নতি হলে এজিএমের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান বিসিবির এই পরিচালক, ‘পরিস্থিতির উন্নতি হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //