বল হাতেও দারুণ প্রস্তুতি টাইগারদের

জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিরুদ্ধে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ অনুমিতভাবে ড্র হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও প্রস্তুতিটা ভালোমতো সেরেছে মুমিনুল শিবির।

হারারেতে শনিবার প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকটে ৩১৩ রান। দ্বিতীয় দিনে রবিবার (৪ জুলাই) আর ব্যাট করতে নামেনি বাংলাদেশ। জিম্বাবুয়ে একাদশ ব্যাট করতে নেমে অলআউট হয় ২০২ রান। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। ম্যাচ ড্র।

ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ১৩২ বলে ৫৮ রান করেন অধিনায়ক মারুমা। মাধেভেরে করেন ২৮ রান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ছুতে পারেনি বিশের ঘর।

বল হাতে বাংলাদেশের হয়ে প্রায় সবাই ভালো করেছেন। সাকিব আল হাসান ১২.৫ ওভারে ৩৪ রানে নেন তিন উইকেট। মেহেদী হাসান মিরাজ সেখানে ১৬ ওভারে ৬৪ রানে নেন তিন উইকেট। শরিফুল ইসলাম দুটি উইকেট নেন। ১০ ওভারে মাত্র ২০ রানে এক উইকেট বগলদাবা করেন পেসার তাসকিন আহমেদ। ১০ ওভারে ২৫ রানে এবাদাতও নেন এক উইকেট।

আগামী ৭ জুলাই একমাত্র টেস্টে হারারেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪, ১৬, ১৮ জুলাই তিন ওয়ানডে। ২৩, ২৫, ২৭ জুলাই অনুষ্ঠিত হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //