মাহমুদুল্লাহর সঙ্গী দুর্দান্ত তাসকিন

দেখে বোঝারই উপায় নেই তাসকিন আহমেদের ‘প্লেয়িং রোল’ বোলার। ৯ম উইকেটে ব্যাট করতে নেমে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট চালাচ্ছেন এই টাইগার পেসার। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে এরই মধ্যে ১০০ রানের জুটি পার করেছেন তিনি।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৭০ রান। ৯০ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ। লম্বা ইনিংসে ৭টি চার মারেন তিনি। ৪২ রান নিয়ে রিয়াদের যোগ্য সঙ্গ দিচ্ছেন তাসকিন, তিনিও মেরেছেন ৭টি চার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে ৩৩ রান করেছিলেন তাসকিন।

গতকাল বুধবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান তোলে।

অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ রানে এবং তাসকিন ১৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে অল্পের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারেননি লিটন দাস। ৯৫ রানে থামে এই ওপেনারের ইনিংস। ১৩টি চার মেরে ১৪৭ বলের লম্বা ইনিংসটি খেলেন লিটন। অধিনায়ক মুমিনুল হকও দুর্দান্ত ব্যাট করেন। ৯২ বলে ৭০ রান করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //