ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মাহামুদউল্লাহরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৮ রান।

হারতে হার‍তে যেন দেয়ালে পিঠ থেকে গেছে জিম্বাবুয়ের। একমাত্র টেস্টে হারের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই বাংলাদেশের কাছে হার স্বাগতিকদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হয় হার দিয়ে। 

গতকাল (বৃহস্পতিবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য দেয় সিকান্দার রাজার দল। সৌম্য-নাঈমের ব্যাটে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

সিরিজ বাঁচাতে গেলে হারারেতে আজ জিততে হবে জিম্বাবুয়েকে। এমন ম্যাচে আগে ব্যাট করে ব্যাটসম্যানদের কল্যাণে স্কোর বোর্ডে ১৬৬ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। বোলাররা এদিন কম যাচ্ছে না। আগের দিনের দুই সফল ব্যাটসম্যান নাঈমকে নিজের প্রথম শিকারে পরিণত করেন ব্লেসিং মুজারাবানি। একই ওভারে ২ বল বাদেই সৌম্যর উইকেট তুলে নেন তিনি।

এদিস সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান। সাকিবকে সামনে আসতে দেখে আরও শর্ট করেছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শেষ মুহুর্তে বেসামাল সাকিব নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাচ তুলেছেন কাভারে। 

সাকিবের পর মাহামুদউল্লাহকেও ফিরিয়েছেন মাসাকাদজা। টেনে লং-অন দিয়ে মারতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সীমানার ওপর ধরা পড়েছেন তিনি।

ক্যাপ্টেনের পথ ধরে মাসাকাদজা শিকার হন মেহেদি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মারা মেহেদী পার করতে পারেননি সীমানা। লং-অফে ধরা পড়লেন রায়ান বার্লের হাতে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //