অস্ট্রেলিয়া বধের নায়ক নাসুম সুনামগঞ্জে আজীবন নিষিদ্ধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে বাংলাদেশের প্রথম জয় এনে দেয়ার নায়ক স্পিনার নাসুম আহমেদের উপর ২০১৫ সালে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আজীবন নিষেধাজ্ঞা আরোপ করে; যা এখনো বলবৎ আছে।  

পরিবারসহ সিলেট শহরে বসবাস করা নাসুম আহমেদ জন্মস্থান সুনামগঞ্জ জেলা দলে খেলার লক্ষ্যে ২০০৯ সালে ফিরে আসেন। তখন থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলার অন্যতম ক্রিকেট ক্লাব প্যারামাউন্টে খেলেন এই টাইগার ক্রিকেটার। পরবর্তীতে নাসুমের সামনে সুযোগ আসে সিলেট জেলার বয়সভিত্তিক দলে খেলার। সে সময় সিলেট জেলা দলের সুযোগ সুবিধাদির কথা বিবেচেনায় নিয়ে সুনামগঞ্জ ছেড়ে সিলেট জেলার হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন নাসুম।

সুনামগঞ্জের হয়ে না খেলে সিলেট দলে যোগদানের কারণেই জেলা কমিটির রোষানলে পড়েন নাসুম। এরপর সভা করে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

২০২০ সালে জেলা দলের হয়ে খেলতে আসলে এই নিষেধাজ্ঞার কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়েছিল। সেই আক্ষেপ এখনও বয়ে বেড়াচ্ছেন নাসুম। মাথায় নিয়ে ঘুরছেন নিজ জেলায় শাস্তির খড়গ।

নাসুমের ওপর এ নিষেধাজ্ঞার বিষয়ে তার সাবেক ক্লাব প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ গণমাধ্যমে বলেছেন, ‘আমাদের ক্লাবে ২০০৯ সালে ছোট্ট নাসুম বাহাতি ব্যাটসমান হিসেবে সুযোগ পেয়েছিল। আমার তাকে বেশি সুযোগ-সুবিধা দিতে পারিনি। জেলা ক্রিকেট কমিটিও তাকে তেমন সুযোগ সুবিধা দিতে পারেনি। এ কারণে জাতীয় ক্রিকেট লিগ শুরু হলে সে আমাদের জানায় সুনামগঞ্জ জেলা দলে সুযোগ সুবিধা কম। তাই সিলেট দলে খেলবে। ক্রিকেট নিয়ে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছার জন্য সে সিলেট জেলার হয়ে খেলে। এই কারণে তাকে জেলা ক্রীড়া সংস্থা আজীবনের জন্য যখন তাকে নিষিদ্ধ করে।’

নাসুমের নিষেধাজ্ঞার ব্যাপারে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান তিনি এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানতেন না কিছুই। 'নাসুম সুনামগঞ্জ জেলা দলে না খেলে অন্য জেলার হয়ে খেলায় তাকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে পাঠানোর পর তৎকালীন কমিটি তাকে বহিষ্কারের অনুমোদন দেয়। বিষয়টি আমার জানা ছিল না।'

নাসুমের নিষেধাজ্ঞার ব্যাপার নিয়ে সামনের বৈঠকেই আলোচনা করবেন তাঁরা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারেও আলোচনা করবেন বলে জানান তিনি। 'আগামী বৈঠকেই আমরা নাসুমের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব এবং তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করব।'

এ ব্যাপারে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ বলেন, 'আজ নাসুমকে সারা বিশ্ব চিনে একজন অফ স্পিনার হিসেবে। কিন্তু আমাদের ক্লাবে ২০০৯ সালে নাসুম বাঁ-হাতি ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিল। পরে সে অলরাউন্ড পারফরম্যান্সে আমাদের মুগ্ধ করেছিল। যখন ক্রিকেট লীগ শুরু হয় তখন সে আমাদের জানায় সুনামগঞ্জ জেলা টিমে সুযোগ-সুবিধা কম। তাই সিলেট দলে খেলবে। ক্রিকেট নিয়ে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছার জন্য সে সিলেট জেলার হয়ে খেলার সিদ্ধান্ত নেয়। এই তুচ্ছ কারণে তাকে জেলা ক্রীড়া সংস্থা আজীবনের জন্য যখন নিষিদ্ধ করে।'

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //