দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড রাসেলের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। 

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) রাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াশের রাসেল। সিপিএলে এটিই সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির নয়া রেকর্ড।  

রাসেলের আগে সিপিএলে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিলো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির। ২০১৯ সালের আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ডুমিনি। 

রাসেলের রেকর্ডের ম্যাচে তালাওয়াশ ১২০ রানের ব্যবধানে হারায় কিংসকে। সিপিএলের ইতিহাসে এটি বড় ব্যবধানে জয়। রাসেলের ১৪ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় অপরাজিত ৫০ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে তালাওয়াশ। সিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। জবাবে ব্যাট হাতে ১৩৫ রানে গুটিয়ে ম্যাচ হারে কিংস। 

তালাওয়াশের ইনিংসের শেষ দুই ওভারে ৪৯ রান নেন রাসেল। এতে পাকিস্তানের উমর আকমলের রেকর্ড স্পর্শ করেন তিনি। 

২০১৬ সালে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে রাওয়ালপিন্ডির বিপক্ষে শেষ দুই ওভারে ৪৯ রান নিয়েছিলেন লাহোর হোয়াইটসের হয়ে খেলতে নামা আকমল। ওই ম্যাচে ৪৮ বলে অপরাজিত ১১৫ রান করেন আকমল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //