টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিতের লড়াই। এই ম্যাচে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ সিরিজ নিজেদের করে নেয়ার। সেটাও আবার দুই ম্যাচ হাতে রেখেই। মিরপুরে সিরিজ জয়ের মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা।

ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। দ্বিতীয়টিতে অবশ্য ‘সেয়ানে সেয়ানে’ লড়াই হয়েছে।

বাংলাদেশের ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল কিউইরা। যদিও শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ৪ রানে।

তৃতীয় ম্যাচে দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //